চট্টগ্রামে র্যাবের ওপর হামলা, ২ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের মিরসরাইয়ে সাদাপোশাকে থাকা র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই র্যাব সদস্যসহ তিনজন
কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ এলাকার চৌকিদার পাড়ায় কাঠুরে যুবক নরেশ চন্দ্র গাছ কেটে নামানের সময় গাছের ডালে চাপা পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু বরন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে কাঠুরে যুবক নরেশ চন্দ্র (২৬) শহরের খলিলগঞ্জ চৌকিদার পাড়ায় গাছ কাটা শেষে কয়েকজন মিলে ডাল গুলো নীচে নামাচ্ছিল। হঠাৎ করে একটি কাটা ডাল গাছের উপর থেকে তার বুকে পড়ে গেলে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে সে। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। নিহত নরেশের বাড়ি রাজারহাট উপজেলার চাকির পাশা ইউনিয়নের বাজেমুজরাই গ্রামে।
রাজারহাটের চাকির পাশার ইউনিয়নের চেয়ারম্যান আবদুস ছালাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।