Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

এফডিসিতে বহিরাগত ও ইউটিউবার প্রবেশ নিয়ন্ত্রণ করা জরুরি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসি এখন সরগরম। ভোটারদের আনাগোনা যেমন বেড়েছে, তেমনি বহিরগতরাও ঢুকছেন। গত কিছুদিন ধরে এ নিয়ে বেশ সমালোচনাও হচ্ছে। বহিরাগতদের ভিড়ে পরিবেশ বিশৃঙ্খল হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে এসব বহিরাগতদের মধ্যে মাস্তান ও সন্ত্রাসীও রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হারুন অর রশিদ এফডিসি পরিদর্শনে আসেন। এ সময় তিনি বলেন, নির্বাচনে দুপক্ষের অভিযোগ ছিল বহিরাগতরা এফডিসিতে এসে মহড়া দিচ্ছে, মাস্তানি করছে। নির্বাচনী পরিবেশ বানচালের চেষ্টা করছে। দুপক্ষের এমন অভিযোগের ভিত্তিতে এফডিসিতে এসেছি। তিনি বলেন, দুপক্ষের অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ করেছি। বহিরাগত অস্ত্রধারীদের ঠেকাতে প্রশাসন সহায়তা করবে বলে নির্বাচন কমিশনকে আশ্বস্থ করেছি। নির্বাচন কমিশন যেভাবে সহায়তা চাইবে, প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান তিনি। এদিকে ইউটিউবারদের ভিড়ে সাংবাদিকরা শিল্পীদের সাথে কথা বলতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন। তারা সাংবাদিক না হলেও সাংবাদিক পরিচয় দিয়ে এফডিসিতে ঢুকছে। ইউটিউবের কন্টেন্ট নির্মাণ করার জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা চলছে। তাদের উৎপাতে এফডিসির পরিবেশ বিঘ্ন এবং প্রকৃত সাংবাদিকদের পেশাগত কাজ বাধাগ্রস্থ হচ্ছে। এ নিয়ে বিনোদন সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে এফডিসিতে অনাকাক্সিক্ষত লোকজনের ভিড়ে করোনার বিস্তার বৃদ্ধির আশঙ্কা রয়েছে। কেউ সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মেনে চলছে না। গাঁদাগাঁদি করে ভিড় জমাচ্ছে। এ বিষয়টিও এফডিসি কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্টদের আমলে নেয়া উচিৎ বলে সচেতন মহল মনে করছেন। এ ব্যাপারে এফডিসি কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। এফডিসিতে প্রবেশের ক্ষেত্রে প্রকৃত সাংবাদিকদের পরিচয়পত্র দেখিয়ে অনুমতি দেয়া হবে। এছাড়া ইউটিউবার বা অন্য কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। উল্লেখ্য, শিল্পী সমিতির নির্বাচন আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে ইলিয়াস কাঞ্চন-নিপূণ এবং মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ