Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

তিন ব্যক্তি ও এক কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, হিজবুল্লাহকে অর্থ দিয়ে সাহায্য প্রদান করায় তাদের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞায় পড়া তিন ব্যক্তি হলেন- জিহাদ সালিম আল্লামা, আলী মুহাম্মাদ দাউন এবং আদেল আলী জিয়াব। এই তিন ব্যক্তিই লেবাননের নাগরিক। এছাড়াও নিষেধাজ্ঞার শিকার ট্রাভেল এজেন্সির নাম দারুস সালাম ট্যুরিজম এন্ড ট্রাভেল এজেন্সি। মার্কিন সহকারী অর্থমন্ত্রী ব্রায়ান নিলসন দাবি করেছেন, হিজবুল্লাহকে আর্থিক পৃষ্ঠপোষকতা দেয়ার অভিযোগে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে হিজবুল্লাহকে অর্থ সহযোগিতা দেয়ার অভিযোগে লেবানন ও কুয়েতে যৌথভাবে পরিচালিত একটি টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে রাজনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে দেশ দু’টির ওপর নিপীড়নমূলক অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে ওই দুই দেশে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। তবে এসব করেও সিরিয়া বা লেবাননের ওপর নিজের রাজনৈতিক ইচ্ছা চাপিয়ে দিতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ