ধামরাইয়ে মাটির ব্যবসা কে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
ঢাকার ধামরাইয়ে মাটির ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ফরহাদ হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন৷ এঘটনায় এলাকাবাসী জাকারিয়া (২২) নামের এক ঘাতককে আটক করে
খুলনার খালিশপুর থানাধীন গোয়ালখালি এলাকায় হাসিনা বেগম (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকালে প্রতিবেশীদের দেয়া খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করে সন্ধ্যায় মর্গে পাঠায় পুলিশ।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা খালিশপুর থানার এসআই হাতেম জানান, গোয়ালখালি মেইন রোডের ৪৪ নং বাড়িতে ইজিবাইক চালক মালেক শেখ এর ঘরে তার স্ত্রী হাসিনা বেগমকে মৃত পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘরের বিছানার উপরে থাকা লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনার পর থেকে স্বামী মালেক শেখ পলাতক রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহত হাসিনা বেগম বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের মোজাহারের কন্যা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।