মাগুরা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
শুক্রবার সকালে মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের পাকা কাঞ্চনপুর গ্রামে জুনায়েদ (৯) এক শিশু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। বাড়ির পাশের মাঠে মটরের বিদুতের লাইন
গাইবান্ধার সুন্দরগঞ্জে হিরোইনসহ সাজেদুর রহমান নামে এক মাধ্যমিক বিদ্যালয় শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বামনডাঙ্গা বন্দরের চৌরাস্তা মোড় বাজারের আনোয়ার হোসেনের মুদি দোকানের সামন থেকে হিরোইনের দুইটি পুড়িয়াসহ শিক্ষক সাজেদুর রহমানকে গ্রেফতার করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
পুলিশ জানায়, শিক্ষক সাজেদুর রহমান উপজেলার দেওডোবা গ্রামের তোজাম্মেল হকের ছেলে এবং পার্শবর্তী সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা উমেষ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। থানা অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় সংশ্লিষ্ট আইনের ধারায় মামলা করে শিক্ষক সাজেদুর রহমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।