কমলনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের চরলরেন্স গ্রামে পানিতে ডুবে (আজ) রবিবার দুপুরে খাদিজা আক্তার নামে দেড়
ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কুষ্টিয়াতেও এখন প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ২৩১ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ২১ শতাংশ।
করোনা শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ৩৪জন, কুমারখালী উপজেলায় ৪ জন, খোকসায় উপজেলায় ১জন ভেড়ামারা ৭ জন ও মিরপুর উপজেলায় ৩জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
গত এক সপ্তাহে এ জেলায় ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এর আগের সপ্তাহে এখানে ৫৭ জনের করোনা শনাক্ত হয়। এখন প্রতিদিনই জেলায় পাল্লা দিয়ে করোনার সংক্রমণ বাড়ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।