আড়াইহাজারে মজুরি বৃদ্ধির দাবিতে সকল মূল সড়ক অবরোধ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করেছে পাওয়ার লুমের শ্রমিকরা। মঙ্গলবার (২৪ মে) দুপুর থেকে উপজেলার গোপালদী, রামচন্দ্রদী, বিশনন্দী ফেরীঘাট, কড়ুইতলা, ঢাকা গোপালদী সড়ক অবরোধ
টাঙ্গাইলের সখিপুরে প্রবাসী স্বমীর সাথে মোবাইল ফোনে কথা কাটা-কাটির এক পর্যায়ে ঘরের ধর্নার সাথে রশি টাঙ্গিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছে তিন সন্তানের জননী স্বপ্না আক্তার (২৫)। ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে স্বামীর বাড়ী উপজেলার প্রতিমা বংকী এলাকায়। ঘটনার সময় তিন সন্তানকে নিয়ে তার শ^াশুরী স্কুলে গিয়েছিল। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এ বিষয়ে কয়েকবার শালিসী বৈঠকও হয়েছে। স্বপ্না আক্তার উপজেলার ঘেচুয়া বড়চালা এলাকার মৃত আনোয়ার হোসেনের মেয়ে এবং প্রতিমা বংকী এলাকার ইসমাইল হোসেনের ছেলে সৌদি প্রবাসী আলী আকবরের স্ত্রী। স্বপ্নার পারিবারিক সূত্রে জানা যায়,ময়না তদন্তের কারণে তারা থানায় কোন মামলা করবে না।
সখিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে ও থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।