Inqilab Logo

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

যাকাত আদায়ের আরো বেশি উদ্যোগী ও তৎপর হতে হবে - মতবিনিময় সভায় ইফা মহাপরিচালক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ৬:২৪ পিএম | আপডেট : ৬:৩১ পিএম, ২০ জানুয়ারি, ২০২২

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান বলেছেন, কোভিড চলাকালীন সময়ে অন্যান্য বছরের তুলনায় বর্তমান অর্থবছরে প্রায় দ্বিগুন যাকাত আদায় করতে সক্ষম হয়েছে ইসলামিক ফাউন্ডেশন। যাকাত আদায়ের সাথে সংশ্লিষ্টদের আরো বেশি উদ্যোগী ও তৎপর হতে হবে। যাকাত আদায়ের জন্য একটি সফটওয়্যার তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এই সফটওয়্যারটি চালু হলে ঘরে বসেই যাকাত আদায় করতে পারবেন যাকাত প্রদানকারীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওস্থ প্রধান কার্যালয় মিলনায়তনে আয়োজিত “যাকাত আদায় এবং বিতরণে নিয়োজিত ব্যক্তিবর্গের দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আলোচকের বক্তব্যে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ বলেন, শুধু রমজান মাস নয় যাকাত আদায়ের জন্য বছরজুড়েই প্রচার প্রচারণা চালাতে হবে যাতে সাধারণ মানুষ যাকাত প্রদানে উদ্বুদ্ধ হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার সালেহী বলেন, প্রতিটি মসজিদের ইমাম ও খতিবদের মাধ্যমে যাকাত আদায়ের জন্য প্রচারণা চালাতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান বলেন, সরকারি যাকাত ফান্ডে নিজস্ব যাকাত প্রদানের ব্যাপারে সবার আগে উদ্যোগী হতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের। মদীনাতুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, শুধু যাকাত আদায় নয় যাকাত সুষ্ঠুভাবে বন্টনেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ অংশ নেন। স্বাগত বক্তব্য রাখেন যাকাত ফান্ড বিভাগর পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মুফতি মাওলানা ওয়ালীয়ুর রহমান খান। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ