ইরানে খাদ্যের দাম ৩০০ শতাংশ বৃদ্ধি, প্রবল হচ্ছে সরকারবিরোধী বিক্ষোভ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের সর্বত্র। সম্প্রতি ইরানে খাদ্য সামগ্রির দাম বৃদ্ধি পাওয়ায়
আফগানিস্তানের প্রধানমন্ত্রী বুধবার মুসলিম দেশগুলোকে সবার আগে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছেন। কারণ সাহায্য-নির্ভর দেশটি অর্থনৈতিক পতনের মুখোমুখি হয়েছে।
গত ১৫ আগস্ট তারা নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে ক্ষমতা দখল করেন। এর সঙ্গে সঙ্গে আফগানিস্তানকে দেয়া সব বৈদেশিক সহায়তা বন্ধ করে দেয় পশ্চিমা দেশগুলো। একই সঙ্গে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে জমা থাকা তাদের অর্থও জব্দ করে যুক্তরাষ্ট্র। ফলে বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল আফগানিস্তানের অর্থনীতি ধসে পড়েছে।
এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তালেবানরা ক্ষমতায় গিয়ে কিভাবে স্বাধীনতাকে বিধিনিষেধের জালে আটকে ফেলছে, বেশির ভাগ দেশই তা পর্যবেক্ষণ করছে। এ অবস্থায় বুধবার রাজধানী কাবুলে এক কনফারেন্সে দেশের অর্থনীতির ভয়াবহতা তুলে ধরেন প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ।
তিনি বলেন, মুসলিম দেশগুলোর প্রতি আমি আমাদেরকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানাচ্ছি। আনুষ্ঠানিকভাবে আমাদের স্বীকৃতি দিন। তাহলেই আমরা দ্রুত উন্নয়ন করতে সক্ষম হবো। আমরা এই স্বীকৃতি কর্মকর্তাদের জন্য চাইছি না। আমরা স্বীকৃতি চাই আমাদের জনগণের জন্য। এ সময় তিনি উল্লেখ করেন, শান্তি ও নিরাপত্তার প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছে তালেবানরা।
বুধবার আন্তর্জাতিক শ্রম সংস্থা বলেছে যে, ২০২১ সালের তৃতীয় ত্রৈমাসিকে ৫ লাখ আফগান তাদের চাকরি হারিয়েছে এবং এই বছরের মাঝামাঝি নাগাদ এই সংখ্যা ৯ লাখে উন্নীত হবে বলে আশঙ্কা করা হচ্ছে - নারীরাও অসমভাবে প্রভাবিত হয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে যে ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার অর্ধেক খাদ্য সংকটের সম্মুখীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গত মাসে সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন না করে মরিয়া আফগানদের কাছে কিছু সাহায্য পৌঁছানোর অনুমতি দেয়ার জন্য একটি মার্কিন প্রস্তাব গৃহীত হয়েছে। সূত্র: ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।