সরকার বিএনপিকে এবার টোপে ফেলতে পারবে না : ড. মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ অতীতেও নির্বাচনকে সামনে রেখে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস করোনামুক্ত হলেন। গতকাল কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ ফলাফল পাওয়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে তিনি অফিসে আসেন। অফিসে দাফতরিক কার্যক্রম করেছেন। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ১৩ জানুয়ারি মেয়র তাপসের করোনা পরীক্ষায় পজিটিভ আসে। মেয়র নিজ বাসাতেই চিকিৎসা নিয়েছেন। মেয়রের স্ত্রী আফরিন তাপসও করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া দেহরক্ষী শেখ আশিকুজ্জামানও করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে মেয়রের দুই ছেলের করোনা শনাক্ত হয়েছিল। তবে তাদের এখন করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।