নলছিটিতে মটর সাইকেলের ধাক্কায় নারী নিহত
ঝালকাঠি নলছিটি উপজেলার সুবিদপুর- মোল্লাহাট মহাসড়কে মোটর সাইকেলের ধাক্কায় রেনু বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রেনু বেগম সুবিদপুর ইউনিয়নের মাদার ঘোনা গ্রামের মৃত
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত হাজার ছাড়িয়ে গেছে। সংক্রমণ শনাক্তের হার ৩৩ শতাংশ। মৃত্যু হয়েছে আরো একজনের। শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় চট্টগ্রামের ১০ টি ল্যাবে মোট ৩০৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন ১০১৭ জন। শনাক্তের হার ৩৩ দশমিক ০১ শতাংশ। নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ৮০৭ জন এবং বাকি ২১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ নয় হাজার ৩৯৩ জন। মারা গেছেন ১৩৪৩ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।