পরবর্তী মহামারির প্রস্তুতি নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রীরা জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সমাবেশের জন্য মিলিত হয়েছেন। এ সমাবেশের উদ্দেশ্য হল আগামী বছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কী করা উচিত সে বিষয়ে
নিজ স্ত্রীকে হত্যার জন্য চিকিৎসকে ভাড়া করার চেষ্টা করছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের ঝালাওয়ার শহরে। গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) শহরটির পুলিশের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে অভিযুক্ত ওই ব্যক্তির নাম মঙ্গল সিং। অভিযুক্ত ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঝালাওয়ার শহরের এসআরজি হাসপাতালের চিকিৎসক আখিলেশ মিনা মঙ্গল সিংয়ের বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি জানান, টাকার বিনিময়ে মঙ্গল সিং তাঁর স্ত্রীকে হত্যার জন্য অনুরোধ করেছিলেন।
প্রসঙ্গত, আখিলেশ মিনার কাছে চিকিৎসা নিচ্ছিলেন মঙ্গল সিংয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী।
ডা. মিনা জানান, তিনি মঙ্গল সিংকে মানসিক রোগী মনে করেছিলেন। কিন্তু পরে তিনি পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।
ঝালাওয়ার পুলিশের পরিদর্শক বালভির সিং বলেন, অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করার জন্য ডাক্তারকে ভাড়া করার অভিযোগে ভারতীয় মঙ্গল সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সূত্র : এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।