কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন দিলেন আন্তঃসত্ত্বা স্ত্রী
রাজধানীর শাহজাহানপুরে পারিবারিক কলহের জেরে পাপিয়া সারোয়ার মিম নামে এক গৃহবধু নিজের গায়ে নিজে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরের দিকে
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের গাছিয়া দৌলতপুর এলাকার রনি মিয়ার দেড় বছরের শিশু পূত্র ইয়ামিন এর পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে। জানা গেছে, জুনিয়াদহ এলাকায় মায়ের সাথে ইয়ামিন নানীর বাড়িতে বেড়াতে আসে। আজ বৃহস্পতিবার সকাল থেকে হটাৎ সে নিখোঁজ হলে আনুমানিক ৯ ঘটিকার সময় শিশু ইয়ামিন কে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে থাকতে দেখে। স্থানীয় ও পরিবারের লোকজন সেখান থেকে উদ্ধার করে রাজশাহী নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। শিশু ইয়ামিনের মৃত্যু খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।