রামগড়ে অসহায়দের চাল-আটা কালোবাজারে: ডিলারশীপ বাতিল

খাগড়াছড়ির রামগড়ে ওএমএস’র চাল-আটা বিক্রিতে অনিয়মের অভিযোগ ও নীতিমালার শর্ত ভঙ্গের প্রমানিত হওয়ায় পৌরসভাধীন সোনাইপুল
এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে কুমিল্লায় । বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলার বালিখাড়া নেছারিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টু, যুবলীগ নেতা গাজী মনির, মো. জালাল উদ্দিন, সাইফুল ইসলাম সুমন, নাজমুল হক, সেলিম, মুরাদ হোসেন, কবির ও সোহেলসহ অন্যান্যরা। শীতবস্ত্র পেয়ে এতিম শিশুদের মুখে হাসি ফুটে ওঠে।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান খাঁন পিন্টু বলেন, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খাঁন নিখিল ভাইয়ের আহ্বানে শীতবস্ত্র বিতরণ করা হয়। আঞ্জুমানে মফিদুল ইসলাম কুমিল্লা শাখাসহ বিভিন্ন এতিমখানায়ও শীতবস্ত্র বিতরণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।