কান উৎসবে উদ্বোধন হলো ‘মুজিব’ বায়োপিকের ট্রেলার
.jpg)
কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ (Mujib: The Making of a Nation) চলচ্চিত্রটির ট্রেলার
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন মিশা সওদাগর ও মৌসুমী। ওই নির্বাচনে মিশার কাছে হেরে যান চিত্রনায়িকা মৌসুমী। এরপর এক ধরনের তিক্ততা সৃষ্টি হয়। সেই তিক্ততা ভুলে এবার মিশা-জায়েদ প্যানেলে কার্যনির্বাহী সদস্য হয়ে নির্বাচন করছেন মৌসুমী। গত বৃহ¯পতিবার এফডিসিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৌসুমী বলেন, ডিপজল ভাই আর আমি একসঙ্গে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছি। তিনি আমাকে প্রার্থী হওয়ার অনুরোধ করেন। আমি তার অনুরোধ রাখতেই নির্বাচনে এসেছি। জায়েদ খান ও মিশা কমিটির প্রশংসা করে তিনি বলেন, মিশা ও জায়েদ অনেক ভালো কাজ করেছেন। আমি তাদের কর্মকাণ্ড দেখেছি। তারা ভালো কাজ করেছে বলেই তাদের প্যানেলের সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি, তাদের এই ভালো কাজের সাথে যুক্ত হতে পারব। উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনেও দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি ইলিয়াস কাঞ্চন-নিপূণ প্যানেল, অন্যটি মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।