স্টাফ রিপোর্টার : শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। পাশাপাশি বৈশাখী ভাতা প্রদানসহ ২০১৫ সালের ২০ ডিসেম্বরের প্রজ্ঞাপন বাতিলের দাবিও জানায় সংগঠনটি। গতকাল (রোববার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানায়। সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। শিক্ষা যদি জাতির মেরুদ- হয় তবে শিক্ষক হচ্ছেন শিক্ষার মেরুদ-, সমাজ ও সভ্যতার বিবেক জাতি গঠনের স্থপতি। শিক্ষকরাই মানব সভ্যতা বিনির্মাণে ও বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেন। অথচ সেই শিক্ষকরাই আজ চরম অবহেলা ও বৈষম্যের শিকার। দাবি আদায়ে এ সময় তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে ২৭ নভেম্বর সারা দেশের উপজেলা সদরে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি পেশ। ৮ জানুয়ারি সারা দেশে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ। ১০ থেকে ২০ জানুয়ারি বিভাগীয় সমাবেশ এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান। আগামী ২৫ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, বজলুর রহমান মিয়া প্রমুখ।