নির্মাণাধীন বেড়িবাঁধে ফাটল

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিশ্বব্যাংকের অর্থায়নে পানি উন্নয়ণ বোর্ডের নির্মাণাধীন বলেশ্বর নদী তীরবর্তী বেড়িবাঁধে ফাটল দেখা
অজ্ঞাত এক যুবককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড পুঠিমারী বিলের আখ ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা- তাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, পুঠিমারী বিলে অজ্ঞাত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও রাজশাহীর সিআইডির ক্রাইম এক্সপার্টের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, নিহতের মাথায় ও গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল লুঙ্গি ও কালো জ্যাকেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।