Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শেরপুরে ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা : আজ সকাল ৮টা থেকে শেরপুর জেলার ৪টি উপজেলার ৬টি ইউনিয়নের ১০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হচ্ছে। এসব কেন্দ্রের ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা আগেই নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহিংসতা ও দুইজন করে প্রার্থীর একই সমান ভোট হওয়ায় এসব কেন্দ্রে আবার ভোট গ্রহণ করা হচ্ছে।
এর মধ্যে শেরপুর সদরের কামারেরচর ইউনিয়নের ১টি, ধলা ইউনিয়নের ১টি, শ্রীবরদী উপজেলার কাজিরচরের ৩টি , ঘোসাইপুর ইইনয়নে ১টি, ঝিনাইগাতীর হাতিবান্ধা ইউনিয়নে ১টি ও নালিতাড়ীর রাজনগর ইউনিয়নের ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে।
এর মধ্যে রাজনগর ও খড়িয়া কাজিরচর ইউনিয়নে সংরক্ষিত আসনে দুইজনকরে করে প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্ধিতা হচ্ছে। আর বাকী ৪ কেন্দ্রে সাধারণ মেমবারর প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্ধিতা হচ্ছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ