পটুয়াখালীর দুমকিতে পেট্রোল দিয়ে স্ত্রীকে পুড়িয়ে মারলেন স্বামী!
স্বামীর নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে ডিভোর্স দেওয়ায় শ্বশুর বাড়িতে এসে রাতের আধারে স্ত্রী ইতি আক্তার (২৬)কে পুড়িয়ে মাড়লেন পাষন্ড স্বামী আঃ জলিল। বৃহস্পতিবার রাত
কুড়িগ্রামের রৌমারীতে বসতবাড়ির আঙিনা থেকে বিশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ চাষী কাইয়ুমকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাইয়ুম রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামের মৃত নবীন শেখের ছেলে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে গাঁজাচাষী কাইয়ুমের বসতবাড়ির আঙিনায় চাষ করা বিশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ জব্দ করা হয়। গাছ দুটির আনুমানিক ওজন ৫২ কেজি।
রৌমারী থানার ওসি মুনতাসীর বিল্লাহ বলেন, গ্রেফতার হওয়া কাইয়ুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গতকাল সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।