সাতক্ষীরায় বিএসএফের ছিনতাই হওয়া সেই অস্ত্র উদ্ধার
সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তবর্তী আলীপুর ইউনিয়নের ঢালীপাড়া
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। তবে এ সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৭০৪ জন। সংক্রমণ শনাক্তের হার আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। শনিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে মোট ২৪২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন ৭০৪ জন। শনাক্তের হার ২৯ দশমিক ০৫ শতাংশ । আগের দিন শুক্রবার এ হার ছিল ৩৩ দশমিক ০১ শতাংশ। ওইদিন আক্রান্তের সংখ্যা ছিল ১০১৭।
নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ৫৩১ জন এবং বাকি ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ১০ হাজার ৯৭ জন। মারা গেছেন ১৩৪৩ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।