নেছারাবাদে তিন দোকানিকে জরিমানা
নেছারাবাদে মেয়াদোর্ত্তীর্ন পণ্য বিক্রি, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিন দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন
রাঙামাটি কাপ্তাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন লাফিয়ে বাড়ছে।সপ্তাহের মধ্যে কাপ্তাইয়ের করোনা পজেটিভ দাঁড়ালো ৯৯ জনের। শনিবার কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, চলতি সপ্তাহের মধ্যে গত শুক্রবার কাপ্তাইয়ে ৪৩ জনের করোনা পজেটিভ আসে। একদিনে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ বলে মত প্রকাশ করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান সুত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারী হতে ২১ জানুয়ারি পর্যন্ত কাপ্তাইয়ে সর্বমোট ৯৯ জনের করোনা পজেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান স্বাস্থ্যবিধী মেনে চলতে হবে, বিশেষ করে মুখে মাস্ক পড়ে অবশ্যই চলাচল করতে হবে।
এদিকে করোনা সংক্রমণরোধে প্রতিদিন কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রচার প্রচারনা, ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালোনা কার্যক্রম অব্যাহত রেখেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।