মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (২৫) মৃত্যু হয়েছে। রোববার দুপুর বারোটার দিকে বঙ্গবন্ধু সেতু রেললাইনের উপজেলার ধেরুয়া রেলগেটের পশ্চিম পাশে এই দুর্ঘটনা
পটুয়াখালীর কলাপাড়ায় মেয়র কাপ ব্যাডমিন্টন টূর্ণামেন্টে সিজন-২ খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কলাপাড়া পৌরসভা কার্যালয়ে টূর্ণামেন্টে অংশগ্রহণকারী দল এবং পরিচালনা কমিটির উপস্থিতিতে এ বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ০৪ নং ওয়ার্ডের কাউন্সিলর খাইরুল হাসনাত খালিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য বিল্লাল খান কাবুল, সাইফুজ্জামান টুটুল,তায়েফ আহমেদ সুমন, মো.মোয়াজ্জেম হোসেনসহ টূর্ণামেন্টে অংশ নেয়া ১৬টি দলের খেলোয়াড়বৃন্দ। এ সময় খেলোয়াড়দের উপস্থিতিতে লটারির মাধ্যমে উদ্ভোধনী খেলা সহ চারটি গ্রুপ নির্ধারণ করা হয়।
টূর্ণামেন্টে কমিটির সদস্য বিল্লাল খান কাবুল আজকের পত্রিকাকে জানান, কলাপাড়া পৌরসভা মেয়র কাপ ব্যাডমিন্টন টূর্ণামেন্ট সিজন-২ সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে কাজ করে যাচ্ছি আমরা। তিনি আরও জানান, আগামী সোমবার সন্ধ্যায় উদ্ভোধন করার লক্ষে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।