Inqilab Logo

সোমবার, ২৩ মে ২০২২, ০৯ জ্যৈষ্ঠ ১৪২৯, ২১ শাওয়াল ১৪৪৩ হিজরী
শিরোনাম

ইরানী শুটিং কোচ রেজাই’র সঙ্গে তিন বছরের চুক্তি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ৭:২৯ পিএম | আপডেট : ৭:৪৪ পিএম, ২২ জানুয়ারি, ২০২২

ইরানের স্বর্ণজয়ী শুটিং কোচ মোহাম্মদ জায়ের রেজাই’র সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। শনিবার শুলশানস্থ ফেডারেশন কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী মাসিক ছয় হাজার পাঁচশ’ ডলার করে পাবেন তিনি। এই তিন বছর জায়ের রেজাই’র পৃষ্ঠপোষকতা করছে পদ্মা ব্যাংক লিমিটেড। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান, মহাসচিব ইন্তেখাবুল হামিদ ও পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসার জাবেদ আমিন। বাংলাদেশে প্রধান রাইফেল কোচ হিসেবে কাজ করবেন রেজাই। ইরানি এই কোচ মূলত ৫০ মিটার রাইফেল ইভেন্টের প্রশিক্ষণ দিয়ে থাকেন। তাকে নিয়ে শুটিং স্পোর্ট ফেডারেশনের পরিকল্পনা হচ্ছে আগামী ২০২৪ প্যারিস অলিম্পিক গেমস। বাংলাদেশে আসার আগে তার কোচিংয়ে ৩৯টি আন্তর্জাতিক পদক ও দু’টি অলিম্পিক কোটা অর্জন করে ইরান জাতীয় শুটিং দল। এই কোচের অধীনে ইরান ২০১৯ জুনিয়র বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগতে স্বর্ণ, ২০১৪ ইনচন এশিয়ান গেমসে ১০ মিটারে স্বর্ণ এবং দু’টি রৌপ্যপদক। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ