Inqilab Logo

বুধবার, ২৫ মে ২০২২, ১১ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৩ শাওয়াল ১৪৪৩ হিজরী
শিরোনাম

শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ভাড়াবাড়ি বাড়াবাড়ি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

বাংলাভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ভাড়াবাড়ি বাড়াবাড়ি’। রকিবুল ইসলাম-এর রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হচ্ছে শনি ও রবিবার রাত ৯টা ৪৫মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, নাদিয়া আফরিন মিম, তানিয়া বৃষ্টি, সাজু খাদেম, মুকিত জাকারিয়া, ড. এজাজ, মনিরা মিঠু, শামীমা নাজনীন, শাহেদ শরীফ খান, কল্যাণ কোরাইয়া, রিমি করিম, শারমীন আঁখি, গোলাম কিবরিয়া তানভীর, সিয়াম নাসির, আয়েশা নাফিজা, শর্মী শারমীন, শ্রাবন্তী সেলিনা, আনোয়ার, হেদায়েত নান্নু ও আরো অনেকে। ঢাকা শহরে দুটি বাড়ির মালিক নুরজাহান বেগম। তার বাড়িতে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরণের মানুষ বাসা ভাড়া থাকেন। কেউ ভাই পরিচয়ে বাসা ভাড়া নিয়ে সাবলেট ভাড়া দেন। কেউ অনেক দিন ফ্ল্যাটে ভাড়া থাকার কারণে সেই ফ্ল্যাটটি নিজের মনে করেন। ভাড়ার টাকা দিতে চান না। কেউ গার্লফ্রেন্ডকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন। এই নিয়ে শুরু হয় নানা সমস্যা। মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে বাসা ভাড়ার টাকা না দেয়া, দেয়ালে পেরেক মারা, সময়মতো পানি ও গ্যাস না পাওয়া, বাসায় বেশি মানুষ বসবাস করা। বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের মধ্যে এই সব বিষয় নিয়ে নানান মজার ঘটনায় এগিয়ে যায় ‘ভাড়াবাড়ি বাড়াবাড়ি’ ধারাবাহিক নাটকের গল্প। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধারাবাহিক নাটক ভাড়াবাড়ি বাড়াবাড়ি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ