Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফেসবুকের নতুন ক্যামেরা অ্যাপ

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্ন্যাপচ্যাট এবং প্রিজমা বাদ দিয়ে ফিল্টারের ক্ষেত্রে ফেসবুকের নিজস্ব উদ্ভাবন হলো রিঅ্যাক্টিভ ফিল্টার। নিউজ ফিল্টার থেকে খুব সহজেই নতুন ক্যামেরাটি ব্যবহার করা যাবে। ইউজাররা সুইপ করে ছবিতে বিভিন্ন ধরণের ফিল্টার ব্যবহার করতে পারবেন। স্ন্যাপচ্যাটের মতো মাস্ক, জিয়োফিল্টার, প্রিজমা’র মতো ফিল্টারসহ সেলফির জন্য নতুন ক্যামেরা ফিচার পরীক্ষা-নিরীক্ষা করছে ফেসবুক। ইউজাররা ব্যক্তিগতভাবে তাদের বন্ধুদের এই ছবিগুলো সরাসরি মেসেজের মাধ্যমে শেয়ার করতে পারবেন। এই ছবিগুলো স্ন্যাপচ্যাটের মতোই ২৪ ঘন্টা পর উধাও হয়ে যাবে। সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন ক্যামেরাটি আয়ারল্যান্ডে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করছে। বিশ্বব্যাপী ফিচারটি ছাড়ার আগে আরও রূপান্তর নিয়ে পরীক্ষা করছে ফেসবুক। স্ন্যাপচ্যাট এবং প্রিজমা বাদ দিয়ে ফিল্টারের ক্ষেত্রে ফেসবুকের নিজস্ব উদ্ভাবন হলো রিঅ্যাক্টিভ ফিল্টার। নিউজ ফিল্টার থেকে খুব সহজেই নতুন ক্যামেরাটি ব্যবহার করা যাবে। ইউজাররা সুইপ করে ছবিতে বিভিন্ন ধরণের ফিল্টার ব্যবহার করতে পারবেন। প্রতিবেদনে বলা হয়, ফেসবুক ক্যামেরা অ্যাপের জন্য প্রিজমা’র মতো ফিল্টার ব্যবহার করছে। তবে এর আগে বিভিন্ন সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছিল যে, ফেসবুক মেসেঞ্জার অ্যাপে স্ন্যাপচ্যাটের মতো ফিচার নিয়ে আসছে ফেসবুক। পোলান্ডে স্ন্যাপচ্যাটের মতো মেসেঞ্জার ডে ফিচারের কথা প্রকাশ হয়েছিল। মেসেঞ্জারের ডে ফিচারের মাধ্যমে ছবি এবং ভিডিওতে টেক্সট অথবা গ্রাফিক্স যুক্ত করতে পারবেন ইউজাররা। এটি খানিকটা স্ন্যাপচ্যাট স্টোরিজের অনূরূপ।
স আকাশ নিবির



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেসবুকের নতুন ক্যামেরা অ্যাপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ