Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেড়েছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ৯:১৬ এএম

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশপাশের এলাকাগুলোতে গত দুদিন ধরে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে কমতে শুরু করেছে শীতের প্রকোপ। রোববার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এ সময় দেখা গেছে আকাশে মেঘ জমে আছে। যে কোন সময় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

কৃষক আব্দুল কাহের জানান, গত দুদিন ধরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। শীত তেমনটা নেই। যার জন্য জমিতে কাজ করতে এসেছি। কিছু দিন পর বোরো ধান রোপণ করতে হবে। চারাগুলোতে শিশির জমেছে সেগুলো পরিষ্কার করছি।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, রোববার (২৩ জানুয়ারি) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৭ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কি:মি:। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

এছাড়াও সৈয়দপুর ১২.৮; তেতুলিয়া ১৩.২; রংপুর ১৩.৪; ডিমলা ১৩.৫; রাজারহাট (কুড়িগ্রাম) ১২.০; নওগাঁ ১৩.০; রাজশাহী ১৩.৭ ; চুয়াডাঙ্গা ১৩.৫। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত শ্রীমঙ্গলে ১১.৫ ডিগ্রী সে:। তিনি আরও জানান, যশোর, সাতক্ষীরা, কয়রা (খুলনা) ও মংলা (বাগেরহাটে) হালকা বৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের আরও বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবহাওয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ