রাজশাহীর মোহনপুরে চার বছরের শিশুকে ধর্ষন
রাজশাহীর মোহনপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুনকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ। সোমবার দুপুরে উপজেলার জাহানাবাদ ইউপির কোটালীপাড়া গ্রামে এই লোমহর্ষক ঘটনা ঘটেছে।পুলিশ
বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে তাহসান নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে উপজেলার জানেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। তাহসান ওই গ্রামের আবু হানিফ সাজ্জালের পুত্র।
শিশুটির চাচা স্কুল শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন জানান, পাশ্ববর্তী বাড়িতে তাহসানের মামা সগির হোসেন হাওলাদারের বৌভাতের অনুষ্ঠান নিয়ে দুপুর থেকে সবাই ব্যস্ত ছিলেন। অনুষ্ঠানের কোন এক ফাঁকে সবার অজান্তে তাহসিন খেলতে খেলতে বাড়ির পাশের নালায় পড়ে যায়। অনেক খোজাখুজির পরে নালা থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, এ ব্যপারে খোজনিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।