আলমবাগে পানিবদ্ধতার সমস্যা সমাধানে বাধা, মারধরের অভিযোগ

পানিবদ্ধতার সমস্যায় জর্জরিত পুরো রাজধানী। কদমতলী থানাধীন জুরাইনের আলমবাগ রোডও তার বাইরে নয়। জনবহুল ও
রাজধানীর বেইলি রোডে ট্রাকের ধাক্কায় নুরে আলম (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
সোমবার (২৪ জানুয়ারি) ভোরে বেইলি রোড সার্কিট হাউজ মসজিদের সামনের রাস্তার এই দুর্ঘটনা ঘটে।
নুরে আলমের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায়। তিনি তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন ডিমের আড়তে থাকতেন।
ভ্যান গাড়ির গ্যারেজ মালিক ফিরোজ আহমেদ জানান, ভোরে তেজগাঁও আড়ত থেকে ভ্যানে করে ডিম নিয়ে যাচ্ছিল কেরানীগঞ্জের খোলামোড়ায়। পথে বেইলি রোডের ফাঁকা রাস্তায় পিছন থেকে সিমেন্ট কোম্পানির একটি খালি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন নুরে আলম। খবর পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রমনা থানার এস আই মুহাইমিনুল হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।