যশোরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
যশোরে রাসেল হোসেন (২৪) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ মে) সকালে সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের পশ্চিমপাড়ার নিজ ঘর থেকে ওই
খুলনায় আজও দেড়শ’র উপরে করোনা রোগি শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৬০৫ টি নমুনা পরীক্ষায় ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ১২। আগের দিন শনিবার ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, খুলনায় করোনার পরীক্ষা বাড়ানো হয়েছে। শনাক্তের সংখ্যাও বাড়ছে। ২৪ ঘন্টায় ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পুরুষ ৮২, নারী ৭০ জন। কোভিড হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন। আইসিইউ তে আছেন ৬ জন। এ পর্যন্ত খুলনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮৮১ জন। মারা গেছেন ৭৭৯ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।