কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়া শহরের মিলপাড়া শ্বশান ঘাট এলাকায় গড়াই নদীতে বাবা-মায়ের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে
নাটোরের সিংডায় যাত্রীবাহি বাসের ধাক্কায় রাসেল আহমেদ নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।
মরদেহ উদ্ধার সহ ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। নিহত রাসেল নন্দীগ্রাম থানার রনবাঘা এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ওসি মোঃ রেজওয়ানুল ইসলাম জানান,মোটর সাইকেল আরোহী রাসেল আহমেদ সিংডা থেকে বাসায় ফিরার পথে নাটোর-বগুডা মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় বগুড়ার দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস,মোটর সাইকেল আরোহী রাসেল আহমেদকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর সোমবার যাত্রীবাহি ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।