Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাতক্ষীরা সদর উপজেলা আলিপুর ইউপির চার কেন্দ্রের পুনর্নির্বাচন ফের স্থগিত

বিএনপি প্রার্থীর রিট পিটিশন

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা

সাতক্ষীরা সদর উপজেলার ৭নং আলিপুর ইউনিয়ন পরিষদের স্থগিত ৪ কেন্দ্রের পুনর্নির্বাচন ফের স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ আব্দুর রউফ কর্তৃক সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের দৈত বেঞ্চে নির্বাচন বন্ধের জন্য করা এক রিট পিটিশনের প্রেক্ষিতে জেলা রিটার্নিং অফিসার এই নির্বাচন বন্ধ রাখার নির্দেশ দেন। জানা যায়, বিগত ২২ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সহিংসতা, জাল ভোট প্রদান, ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার ৭ নং আলীপুর ইউনিয়নের ৪,৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের চারটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে ওই সকল কেন্দ্রের ভোট সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে পুনঃ তফসিলের মাধ্যমে স্থগিত ওই ইউপিতে ৩১ অক্টোবর পুনর্নির্বাচনের দিন ধার্য করে নির্বাচন কমিশন। এদিকে ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য পুনর্নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলার আলীপুর (ঢালীপাড়া) গ্রামের আব্দুল কাদের সরদারের ছেলে মহিউর রহমান আবারও অবৈধভাবে প্রভার খাটাতে পারে এই অভিযোগ এনে নির্বাচন বন্ধ রাখার জন্য প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারম্যান প্রার্থী আলিপুর গ্রামের আব্দুস সাত্তার সরদারের ছেলে মোঃ আব্দুর রউফ সরদার গত ১০ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মোঃ ইজাহারুল হক আকন্দের দৈত বেঞ্চে একটি রিট পিটিশন (১৩১৫৯/২০১৬) দাখিল করেন। এর প্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দ গত ৩০ অক্টোবর রোববার আলীপুর ইউনিয়ন পরিষদ পুনর্নির্বাচন ২০১৬ এর রিটার্নিং অফিসারের প্রতি এক রুল ইস্যু করে এবং নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন। এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং অফিসার মোঃ নকিবুল হাসান বলেন, ‘আইনজীবীর পক্ষ থেকে একটি রিটের কপি আমরা পেয়েছি। সেটি পরিক্ষা-নিরীক্ষার জন্য নির্বাচন কমিশনে পাঠানো হয়।’ পরে কমিশন কর্তৃক নির্দেশিত হয়ে তিনি রাত ৯টায় এক বিজ্ঞপ্তি জারি করে জানান, আলিপুর ইউনিয়নের চার কেন্দ্রের পুনর্নির্বাচন স্থগিত করা হয়েছে। জেলা নির্বাচন অফিসার কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উচ্চ আদালতের নির্দেশে সদর উপজেলার ৭ নং আলিপুর ইউনিয়ন পরিষদের স্থগিত ৪ কেন্দ্রের পুনর্নির্বাচন ফের স্থগিত করা হয়েছে। ভোট গ্রহণের জন্য নির্বাচন সংক্রান্ত মালামাল নিয়ে যেসব কর্মকর্তাকে সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হয়েছিল ইতোমধ্যে তাদেরকে মালামালসহ ফিরে আসতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাতক্ষীরা সদর উপজেলা আলিপুর ইউপির চার কেন্দ্রের পুনর্নির্বাচন ফের স্থগিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ