Inqilab Logo

শুক্রবার, ২০ মে ২০২২, ০৬ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৮ শাওয়াল ১৪৪৩ হিজরী

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হলেন বেনজীর টিটো

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম


স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন সাবেক ছাত্রনেতা বেনজীর আহমেদ টিটো। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। এতে বলা হয়- টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বেনজীর আহমেদকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য যে, দলটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের স্থলাভিষিক্ত হলেন বেনজীর আহমেদ টিটো। শহীদুল ইসলাম বাবুল বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন কৃষক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তিনি ‘এক নেতার এক পদ’ অনুসরণ করে সহ সাংগঠনিক সম্পাদক পদ থেকে ইস্তফা দেন। বেনজীর আহমেদ টিটো বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এবং টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ