Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

শুরু হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-২০১৬

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রাণের গান, মনের গান এবং অন্তরের গান লোকসংগীতের চর্চা এবং প্রসারের জন্য গত বছর আয়োজন করা হয়েছিল ‘আন্তর্জাতিক লোকসংগীত উৎসব, ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট -২০১৫’। বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার এই অসাধারণ উৎসবে অংশ নিয়েছিল দেশের সর্বস্তরের মানুষ। লোকসংগীতের সমৃদ্ধ ঐতিহ্যের কথা স্মরণ করে সুরের মায়াজালে হারাতে সব বয়সের সঙ্গীতানুরাগীরা ভিড় করেছিল অনন্য এই সংগীত আসরে। দেশজুড়ে সাড়া জাগানো উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৫ এর সাফল্যের ধারা অব্যাহত রাখতেই দ্বিতীয়বারের মতন সান ইভেন্টস আয়োজন করছে তিন দিনব্যাপী ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-২০১৬’। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আগামী ১০ থেকে ১২ নভেম্বর, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শকরা উপভোগ করবেন বাংলাদেশসহ বিশ্বের সেরা লোকসংগীত শিল্পীদের পরিবেশনায় শেকড় সন্ধানী গানগুলো। দেশ-বিদেশের শতাধিক লোকশিল্পী এই উৎসবে অংশগ্রহণ করবেন। গতবারের আসরের মতন এবারও দর্শকরা বিনামূল্যে শুধুমাত্র অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। ১ নভেম্বর থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। এ জন্য উঐঅকঅওঘঞঊজঘঅঞওঙঘঅখঋঙখকঋঊঝঞ.ঈঙগ ওয়েবসাইটটিতে গিয়ে নিবন্ধন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের নম্বর বা স্কুল/কলেজের আইডি কার্ড প্রয়োজন হবে। রেজিস্ট্রেশন সফল হলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রবেশপত্র প্রিন্ট বা সংগ্রহ করতে হবে। ফেসবুকের ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ পেইজটিতে পাওয়া যাবে আয়োজনের সকল তথ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুরু হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট আন্তর্জাতিক লোকসংগীত উৎসব-২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ