চালকদের অটোরিকশা বরাদ্দ বাস্তবায়ন দাবি
লাইসেন্সধারী চালকদের জন্য পাঁচ হাজার সিএনজি অটোরিকশা বরাদ্দ, পার্কিংয়ের স্থান না দিয়ে নো-পার্কিং মামলা বন্ধসহ সাত দফা দাবি জানিয়েছে ঢাকা জেলা ফোর স্ট্রোক (সিএনজি) অটোরিকশা
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় দুজন এবং অপরজন ঢাকার বাইরে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি হাসপাতালে ৮ জন ও অন্যান্য বিভাগের সরকারী বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২ জন রোগী ভর্তি হন।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) ই-এম আই এস ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রয়েছে ১২১ জন। এরইমধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১১১ জন। ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। গেল বছর ডেঙ্গু জ্বরে মারা যান ১০৫ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।