Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিরিয়ায় রাশিয়ান দূতাবাসে হামলা

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার সরকারবিরোধী বাহিনীর নিয়ন্ত্রিত জোবার এলাকা থেকে রাশিয়ান দূতাবাস লক্ষ্য করে দুটি মর্টার নিক্ষেপ করা হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, দুটি গোলার একটি দূতাবাসের প্রধান প্রবেশপথের কাছে বিস্ফোরিত হয় এবং দূতাবাসের মূল দেওয়ালের বাইরে দ্বিতীয়টির বিস্ফোরণ ঘটে। বিবৃতিতে আরো বলা হয়েছে, দুটি বিস্ফোরণে দূতাবাসের চারটি গাড়ি এবং বাইরের দেয়ালের ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। বিবৃতিতে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, রুশ দূতাবাসে মর্টার হামলা পরিচালনাকারী ও তাদের দোসরদের কঠোর শাস্তি দেবে মস্কো। এছাড়া, এই অপরাধের ব্যাপারে আন্তর্জাতিক সমাজ কি প্রতিক্রিয়া দেখায় মস্কো তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে বিদ্রোহীবাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়া সরকারকে সহযোগিতা চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়ায় রাশিয়ান দূতাবাসে হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ