নেত্রকোনার পূর্বধলায় মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু
জাল দিয়ে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মাসুদ মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে নেত্রকোনা জেলার পূর্বধলায়
টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪জনকে অর্থদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান উপজেলার গোবিন্দাসী টি-রোডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪ জনকে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪ হাজার ২’শ টাকা অর্থদ- প্রদান করেন।
জানা যায়, দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেয় সরকার। এতে উপজেলায় সরকার ঘোষিত হাট-বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান জানান, সরকার ঘোষিত করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি মানতে কঠোর অবস্থানে প্রশাসন। সকলকে স্বাস্থ্যবিধি অনুসরন করতে হবে। এই অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।