তথ্য-প্রযুক্তি নির্ভর জাতি গড়তে ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তথ্য-প্রযুক্তি নির্ভর জাতি গড়তে ড. এম এ ওয়াজেদ মিয়া
কুষ্টিয়া র্যাব-১২'র বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান অস্ত্র সহ ফরহাদ হোসেন ওরফে শাওন (২২) নামে একজন গ্রেফতার হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারী) আনুমানিক রাত সাড়ে ১২ টার সময় এই অভিযান পরিচালনা করা হয়।
সোমবার দুপুরে কুষ্টিয়া র্যাব-১২ অফিসের একটি প্রেসরিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খান।
র্যাব সুত্রে জানা যায়, কুষ্টিয়া র্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খানের নেতৃত্ব র্যাবের বিশেষ একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার সদর থানাধীন বাড়াদী উত্তরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুষ্টিয়া শহরের
চৌড়হাস (ফুলতলা) এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে ফরহাদ হােসেন ওরফে শাওনকে
১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান সহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে কুষ্টিয়া সদর থানায় সােপর্দ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।