Inqilab Logo

শুক্রবার, ২০ মে ২০২২, ০৬ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৮ শাওয়াল ১৪৪৩ হিজরী

ফরিদপুর পুলিশ সুপার আলীমুজ্জামান করোনায় আক্রান্ত

ফরিদপুর জেলাসংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ৮:০১ পিএম

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম-সেবা করোনায় আক্রান্ত হয়ে তিনি সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি), গনমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান নিজেই। এসময় তিনি সবার কাছে সুস্থতা কামনা করে দোয়া কামনা করেন।


জানাযায়, এসপি আলিমুজ্জামান পুলিশ সপ্তাহ উপলক্ষে করোনার নমুনা দেন। পরীক্ষান্তে, করোনা রিপোর্ট পজিটিভ হয়।

করোনা পজিটিভ রিপোর্ট হওয়ার পর থেকে বাসায় আইসোলেশনে আছেন,তিনি।
প্রসঙ্গত, এসপি আলিমুজ্জামান করোনায় ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, বিনামূল্যে মাস্ক বিতরণ, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা, করোনায় মৃতদের দাফন ও সৎকারসহ বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তার মানবসেবা ফরিদপুরবাসীর কাছে এক অন্যান্য দৃষ্টান্ত। তিনি যখনই যার আক্রান্ত হওয়ার খবর পেয়েছেন, সেখানে ছুটে পাঠিয়েছেন, তার মানবসেবায় নিয়োজিত পুলিশ টিম।
আজ তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়ে পড়ছেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ