Inqilab Logo

বুধবার, ২৫ মে ২০২২, ১১ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৩ শাওয়াল ১৪৪৩ হিজরী

তিন ভাষায় পূজা হেগড়ের পাঁচ ফিল্ম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

২০২২ সালটি পূজা হেগড়ের জন্য দারুণ ব্যস্ততার, আর সম্ভাবনায় ভরপুর। বছরটি পাঁচ পাঁচটি ফিল্মের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন এই বলিউড অভিনেত্রী। সুতরাং সম্ভাবনা কতটা সহজেই বোঝা যায়। এই বছর তার ফিল্মের মধ্যে আছে বিজয়ের ‘বিস্ট’ রণবীর সিংয়ের বিপরীতে ‘সারকাস’, চিরঞ্জীবী ও রাম চরণের সঙ্গে ‘আচারিয়া’, প্রভাসের বিপরীতে ‘রাধে শ্যাম’ এবং সবশেষে মহেশ বাবুর বিপরীতে একটি অনির্ধারিত নামের ফিল্ম। নতুন বছরে বলাই বাহুল্য পূজার প্রত্যাশার শেষ নেই। পূজা বলেন, “শত চ্যালেঞ্জের মুখেও গত বছরে অনেক পেয়েছি এবং অনেক অনুপ্রেরণাও পেয়েছি। ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ যেমন সাড়া পেয়েছে তাতে আমি অভিভূত। নিজেকে আমার নবাগত মনে হচ্ছে।” তিনি জানান, ২০২২ সালে যেসব নির্মাতা চমৎকার গল্প নিয়ে কাজ করেন তাদের সঙ্গে কাজ করতে চান তিনি। “২০২২ সালে আমি প্রতিভাবান নির্মাতাদের সঙ্গে কাজ করার আশা রাখি এবং এমন ফিল্ম উপহার দিতে চাই যা দর্শকরা মনে রাখবে। আমি বিচিত্র এবং ভিন্ন ভিন্ন ধারার কাজ করব যা দর্শক, নির্মাতা এবং আমাকে রোমাঞ্চিত করবে,” পূজা বলেন।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন