লালমোহনে পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়লো সেতু

ভোলার লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকায় পাথরবোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজ ভেঙে গেছে। আজ মঙ্গলবার
নগরীর আগ্রাবাদ এলাকায় ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে ৬ নম্বর রুটের একটি বাসের চাপায় মো. আনোয়ার হোসেন (৬১) নামে এক রিক্সাযাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ডবলমুরিং থানার সুপারিপাড়া এলাকার মৃত আব্দুল গনির পুত্র।
পুলিশ জানায়, আনোয়ার হোসেন রিক্সায় করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় ৬ নম্বর রুটের বাস রিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।