টেস্টে তামিমের দশম সেঞ্চুরি

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরিতে করেছেন ওপেনার তামিম ইকবাল। টেস্টে ক্যারিয়ারে এটি তামিম ইকবালের দশম
করোনাকালে সরকার নির্দেশিত স্বাস্থবিধি মেনেই আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় উশু প্রতিযোগিতা। মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় চারদিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এবারের আসরে অংশ নিচ্ছেন ২৯টি জেলা ও বিভাগ এবং চারটি সার্ভিসেস দলের চার শতাধিক উশুকা। যার মধ্যে সান্দা ও থাউলু ইভেন্টে খেলবেন ২৩১ জন পুরুষ ও ১১০ জন নারী উশুকা। আগামী রোববার শেষ হবে এই প্রতিযোগিতা। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন। এ সময় লায়ন খন্দকার মো. সেলিম উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।