কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন দিলেন আন্তঃসত্ত্বা স্ত্রী
রাজধানীর শাহজাহানপুরে পারিবারিক কলহের জেরে পাপিয়া সারোয়ার মিম নামে এক গৃহবধু নিজের গায়ে নিজে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরের দিকে
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুনের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ জানুয়ারি) ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৮ জানুয়ারি রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ২০২১ সালের ২২ অক্টোবর ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামীয়া মাদরাসায় গুলিবর্ষণ এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় একটি সশস্ত্র গ্রুপ। এ সময় ঘটনাস্থলে তিনজন ও পরে হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। পরে এ ঘটনায় ২৪ অক্টোবর ২৫ জনকে আসামি ও আরও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার কামরান হোসেন জানান, গ্রেপ্তার মালেক এ মামলার অন্যতম আসামি। তিনি হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।