তথ্য-প্রযুক্তি নির্ভর জাতি গড়তে ড. এম এ ওয়াজেদ মিয়া হাই-টেক পার্ক গুরুত্বপূর্ণ অবদান রাখবে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তথ্য-প্রযুক্তি নির্ভর জাতি গড়তে ড. এম এ ওয়াজেদ মিয়া
নীলফামারী জেলার বিচার বিভাগে কর্মরত ১৭ বিচারকের মধ্যে ১৫ জন বিচারকই মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত বিচারকদের সংস্পর্শে থাকায় ধারণা করা হচ্ছে বাকি দু’জনও আক্রান্ত হয়ে থাকতে পারেন।
গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) নীলফামারীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল হক জানান, অত্র আদালতের ১৩ বিচারকের করোনা টেস্ট করানো হয়েছে। সকলের রিপোর্ট পজিটিভ এসেছে।
সিজেএম জাহিদুল হক আরও জানান, গত সপ্তাহ থেকেই করোনা আক্রান্ত ছিলেন একজন বিচারক। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন আরো একজন বিচারক। এছাড়া আক্রান্ত বিচারকদের সংস্পর্শে থাকায় বাকি দু’জনও করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল উনাদের করোনা টেস্ট করানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।