Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছুরি কাঁচির নিচে যেতে চান না ফাতি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ১:৫৭ পিএম
বিশ্বকে তাক লাগিয়ে ২০২০ সালে বার্সেলোনার সিনিয়র দলে ক্যারিয়ার শুরু করেন আনসু ফাতি। 
 
একের পর এক গোল করে নিজের জাত চেনান ফাতি৷ স্বয়ং লিওনেল মেসিও বলেছিলেন ফাতি হবেন বার্সার মূল কান্ডারি।
 
তবে ইনজুরিতে আক্রান্ত হয়ে ফাতিকে বারবার চলে যেতে হয়েছে মাঠের বাইরে। বসে থাকতে হয়েছে ম্যাচের পর ম্যাচ। 
 
গত বৃহস্পতিবার কোপা দেল রেতে আবার নতুন করে ইনজুরিতে পড়েন ফাতি। আর এ কারণে তাকে অপারেশন করতে বলেছেন ডাক্তার৷ অপারেশন করলে ফাতির সেরে ওঠতে একটু সময় লাগবে। কিন্তু পরবর্তীতে সমস্যা হবে না৷ 
 
তবে ফাতি জানিয়েছেন তিনি অপারেশন করাবেন না৷ এর বদলে সাধারণভাবে সুস্থ হওয়ার চেস্টা করবেন৷ তবে এতেও প্রায় দুই মাসের মতো বসে থাকতে হবে ফাতিকে৷ সূত্রঃ মার্কা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ