কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন দিলেন আন্তঃসত্ত্বা স্ত্রী
রাজধানীর শাহজাহানপুরে পারিবারিক কলহের জেরে পাপিয়া সারোয়ার মিম নামে এক গৃহবধু নিজের গায়ে নিজে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরের দিকে
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় পৃথক স্থান থেকে অজ্ঞাত নারী (৩০) ও অজ্ঞাত পুরুষের (২৮) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে নবীগঞ্জ ঘাট এলাকা থেকে অজ্ঞাত নারীর ও বন্দর ঘাট এলাকা থেকে পুরুষের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
নৌ পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফোরকান মিয়া জানান, নারীর পায়ে ও পেটে আঘাতের চিহ্ন আছে। তবে পুরুষের দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বুঝা যাবে হত্যাকান্ড না অন্য কিছু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।