ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
কুষ্টিয়ায় জান্নাত রহমান (২০) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বুধবার (১৮ মে) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের বনপুড বেকারির এমএম ছাত্রীনিবাস থেকে তার ঝুলন্ত মরদেহ
মির্জাপুরে অরক্ষিত রেল গেইট পার হওয়ার সময় ট্রেনেকাটা পড়ে মেহেরভানু (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার দুপুর বারোটার দিকে উপজেলার মহেড়া ইউনিয়নের কড়াইল রেল গেইটে এই দূর্ঘটনা ঘটে। মেহেরভানু কড়াইল গ্রামের ছায়েদ আলীর স্ত্রী।
স্থানীয় বাসিন্দা আদাবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেন জানান, একতা এক্সপ্রেস ট্রেন দুপুর বারোটার দিকে কড়াইল রেল গেইট অতিক্রম করে। এসময় শ্রবণ প্রতিবন্ধি মেহেরভানু রেল গেইট পার হওয়ার সময় ট্রেনেকাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই গেইটে কোন গেইটম্যান নাই বলে তিনি জানিয়েছেন।
মহেড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাষ্টার তরিকুল ইসলাম জানান ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন দুপুর বারোটার দিকে মহেড়া স্টেশন অতিক্রম করে। তবে দুর্ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।