Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সালথায় ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

ফরিদপুর জেলাসংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২২, ৭:১৩ পিএম

ফরিদপুরের সালথায় প্রশাসনের হস্তক্ষেপে অষ্টম শ্রেণি পাশ এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আকতার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছলিমা আক্তার বলেন, ৬ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত সকল প্রকার সামাজিক/ পারিবারিক / ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগম করা নিষেধ করা হয়েছে। আজ একটি বাড়িতে লাইটিং এর কাজ দেখে অনুসন্ধানে জানা যায় ৮ম শ্রেণি পাস মেয়ের জন্য বিয়ের আয়োজন চলছে। জন্ম নিবন্ধন সনদে তারিখ কাটাকাটি করে ভুয়া তারিখ লেখা। পরবর্তীতে পিএসসি সার্টিফিকেট যাচাই করে জানা যায় তার প্রকৃত জন্ম তারিখ ১৪ সেপ্টেম্বর, ২০০৬। ভবিষ্যতে বাল্যবিবাহ বন্ধের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় তিনি সবাইকে বাল্যবিবাহ নিরসনে সবাই এগিয়ে আসার আহ্বান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ