সিলেট মোগলগাঁও ইউনিয়নের ৪৩ টি গ্রামের ১১ হাজার পরিবার পানিবন্দি!

সিলেটের সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ৪৩ টি গ্রাম বন্যায় কবলিত। ১১ হাজার পরিবারের লোকজন পানিবন্দি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক ইটভাটাকে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
২৬ জানুয়ারী বুধবার উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের বেলতলীতে মতিন মনোয়ারা ব্রিকফিল্ডকে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)হেদায়েত উল্যাহ।
উপজেলা সহকারী কমিশনার জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর ধারা ১৪ অনুসারে ওই ইটভাটাকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়।
এছাড়া উপজেলার ছেংগারচর বাজার, সাদুল্যাপুরসহ আশেপাশের কয়েকটি স্থানে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে মোবাইল কোর্টের অভিযানে ৭ জনকে জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি)হেদায়েত উল্যাহ জানান, শুধু ইটভাটা কেন যেখানে অন্যায়, অনিয়ম সেখানেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আর করোনা যেহেতু এখন প্রকট আকার ধারণ করেছে তাই স্বাস্থ্যবিধির মানার বিষয়ে সকলকে আন্তরিক ও যত্নবান হতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।