Inqilab Logo

শনিবার, ২৮ মে ২০২২, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৬ শাওয়াল ১৪৪৩ হিজরী
শিরোনাম

আনার তাণ্ডবে মোজাম্বিক ও মালাবীতে নিহত ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ক্রান্তীয় ঝড় আনার তাণ্ডবে আফ্রিকার দুই প্রতিবেশী দেশ মোজাম্বিক ও মালাবীতে অন্তত তিন জন নিহত হয়েছে। দেশ দুটির কর্তৃপক্ষগুলো প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছে। সোমবার সাগর থেকে স্থলে উঠে আসার পর থেকে আনার প্রভাবে সেখানে ভারি বৃষ্টি হচ্ছে ও প্রবল বাতাস বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মোজাম্বিকের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় ইনস্টিটিউট জানিয়েছে, দুই জন নিহত ও ৬৬ জন আহত হয়েছে আর ১১৫টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত ও ৫৪৬টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মালাউইর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, একজন নিহত ও আরও ৩০ জন আহত হয়েছে। প্রবল বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যায় ঘরহারা লোকজন গির্জা ও স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে। ঝড়ের কারণে মালাউইর অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দেশটিতে উৎপাদিত বিদ্যুতের মাত্র ৩০ শতাংশ কার্যকার ছিল বলে বিদ্যুৎ উৎপাদন কোম্পানি ইজিইএনসিও
জানিয়েছে। রয়টার্স। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ