শাহবাজ পুতুল প্রধানমন্ত্রী, নওয়াজ-কন্যার ঘোষণায় স্পষ্ট

দেশের বর্তমান প্রধানমন্ত্রী কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কোনও কর্মকর্তা নন, পাকিস্তানে পরবর্তী নির্বাচন কবে হবে,
মালয়েশিয়া গড়ার রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী ড. তুন মাহাথির মোহাম্মদের শারীরিক অবস্থা উন্নতির পথে বলে জানিয়েছেন তার মেয়ে মেরিনা মাহাথির। মঙ্গলবার এক বিবৃতিতে মাহাথিরের শারীরিক অবস্থা উন্নতির পথে বলে জানান তার মেয়ে। মারিনা জানান, বিশেষজ্ঞের নিবিড় পরিচর্যায় আরো কিছুদিন হাসপাতালে থাকবেন ড. মাহাথির। এখন তিনি ক্ষুধা অনুভব করছেন এবং পরিবারের সঙ্গে রসিকতাও করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়। মেরিনা বলেন, বাবা মাহাথির মোহাম্মদ তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন না হতে সবাইকে অনুরোধ করেছেন। হৃদযন্ত্রে সমস্যা নিয়ে সম্প্রতি দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি হন মাহাথির। এদিকে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ষীয়ান এই রাজনীতিবিদের মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। স্ট্রেইট টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।